জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে কি ব্যর্থ পুরসভা থেকে পুলিশ, প্রশাসন, নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, ক্ষোভ সাধারণ মানুষের

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ মে ২০২২ : জলপাইগুড়ি শহরে আজও লাগামহীন ই-রিক্সা। শহরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবের গেটের সামনেই দিনের আলোতে এক বাইক আরোহী ব্যক্তিকে পেছন থেকে ধাক্কা দিয়ে কার্যত মেরে ফেলার উপক্রম বলে অভিযোগ।

ঘটনায় পুরসভা, পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ সাধারণ মানুষের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ক্রীড়া সংস্থা টাউন ক্লাবের প্রবেশ পথের সামনে। এক ব্যক্তি প্রয়োজনীয় কাজে বাইকে করে সবে এসে দাঁড়িয়েছেন ক্লাবের গেটে, ঠিক সেই সময় একটি ই-রিক্সা আচমকা পেছন থেকে বাইকটিকে ধাক্কা মারে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

এরপরেই দেখা যায় ওই টোটোর চালকের আসনে বসে থাকা ব্যক্তি মদ্যপ অবস্থায় রয়েছেন। এই প্রসঙ্গে উত্তরবঙ্গের বিশিষ্ঠ প্রবীণ ফুটবল খেলোয়াড় সন্তু চাটার্জ্জী ক্ষোভের সাথে জানান, এইভাবে দিনের বেলায় মদ্যপ অবস্থায় রাস্তায় গাড়ি চলছে অথচ দেখার কেউ নেই। উল্লেখ্য, ইতিপূর্বে এই  টোটো‌ চালকদের বিষয়ে অনেক গালভরা কঠোর আইনের কথা বলা হয়েছিলো পুরসভা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তবে তা খাতা কলমেই বোধহয় রয়ে গেছে। লাগামহীন টোটো চলাচলের ফলে শহরে একের পর এক ঘটে যাওয়া ঘটনা এমনটাই প্রমান করে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *