ডিজিটাল ডেস্ক : কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। বলিউডের নামী চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন এখন টলিউড থেকে বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু।
ঋতাভরীর ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই মিডিয়ার আগ্রহ ছিল। কিন্তু গেলো বছরের দীপাবলিতে নিজের মনের মানুষকে প্রথমবার জনসমক্ষে আনেন এই অভিনেত্রী। এরপর ক্রিসমাস পার্টিতে টলিউডের একঝাঁক তারকার সঙ্গে প্রেমিকের জুটি হয়ে উপস্থিত হন ঋতাভরী। তাঁদের সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে।

অভিনেত্রীর ভক্তরা দেখলেন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে সুমিত অরোরাকে উদ্দেশ্য করে লেখা বিভিন্ন আবেগঘন বার্তা। কখনও তিনি লেখককে সম্বোধন করেছেন ‘বেবি’ বলে, আবার কখনও লিখেছেন, ‘তুমিই আমার হিরো।’ তাঁদের এই সম্পর্ক যেন একে অপরের প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসার পরিচয়।
সুমিত অরোরা বলিউডের এক পরিচিত নাম। ‘জওয়ান’, ‘স্ত্রী’, এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো জনপ্রিয় প্রোজেক্টে তাঁর সংলাপের মুনশিয়ানা দর্শকদের মুগ্ধ করেছে। জানা যায়, ‘জওয়ান’-এর একটি প্রোমোর জন্য সুমিতের সঙ্গে কাজ করার সময়ই তাঁদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। সেখান থেকে শুরু হয় জীবনের নতুন ইনিংস।
সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বরেই ঋতাভরী ও সুমিত বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তাঁদের বিয়ের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে থাইল্যান্ড। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে হবে এই ডেস্টিনেশন ওয়েডিং। শোনা যাচ্ছে, বিয়ের আচার-অনুষ্ঠান হবে বাঙালি ও পাঞ্জাবি রীতিতে।
তবে কলকাতায় তাঁদের ঘনিষ্ঠ মহলের জন্য একটি জাঁকজমকপূর্ণ রিসেপশনের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।
ঋতাভরী-সুমিতের সম্পর্কের প্রতি তাঁদের ভক্তদের উষ্ণ শুভেচ্ছা অব্যাহত। দু’জনের জীবনের এই নতুন অধ্যায় তাঁদের অনুরাগীদের কাছেও একটি বিশেষ উদযাপনের উপলক্ষ।
বলিউড ও টলিউডের মেলবন্ধন হয়ে ওঠা এই জুটির বিয়ে বিনোদন দুনিয়ায় এক অন্য মাত্রা যোগ করবে বলেই আশা। ঋতাভরী-সুমিতের পরিণয় শুধু তাঁদের নয়, তাঁদের ভক্তদের জন্যও এক আবেগঘন মুহূর্ত। তাঁদের নতুন জীবনের জন্য অজস্র শুভকামনা।