জনগণের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রীর জন্য বেসরকারি ফার্ম হাউস সংস্কার কেন? অভিযোগ বিজেপির

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ অক্টোবর : মালবাজারে তৃণমূল বিধায়কের প্রাইভেট ফার্ম হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী, জনগণের ট্যাক্সের টাকায় সেই ফার্ম হাউস সংস্কার এবং সাজিয়ে তোলা হচ্ছে- অভিযোগ বিজেপির।

১৭ অক্টোবর উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি বিশেষ বিমানে হাসিমারায় নামবেন। সেখান থেকে যাবেন মালবাজারে। রাতে সেখানেই থাকবেন। ১৮ অক্টোবর তিনি মালবাজারে হড়পা বানে ভেসে মৃত্যু হওয়া হতভাগ্যদের পরিবারগুলির সঙ্গে কথা বলবেন।

১৭ অক্টোবর মুখ্যমন্ত্রী মালবাজারের তেসিমলা গ্রাম পঞ্চায়েতে অবস্থিত একটি প্রাইভেট ফার্ম হাউসে উঠবেন এবং সরকারি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। ঘটনাচক্রে এই ফার্ম হাউসটি মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাসের।

গত ১৪ অক্টোবর জলপাইগুড়ি জেলার অতিরিক্ত জেলাশাসক পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সরকারি নির্দেশিকা পাঠিয়ে ফার্ম হাউসকে সংস্কারের নির্দেশ দিয়েছেন।

রবিবার বিকেলে বিজেপি দলের পক্ষ থেকে করা এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ তোলা হয়, জনগণের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রীর জন্য কিভাবে একটি প্রাইভেট ফার্ম হাউস সংস্কার করছে সরকার। এই প্রসঙ্গে নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের জনগণের টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর জন্য তৃণমূল কংগ্রেসের বিধায়কের নিজস্ব খামারবাড়ির সংস্কার করা হচ্ছে। অনেক সরকারি বাংলো থাকা সত্বেও কেন বেসরকারি খামারবাড়িতে থাকবেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপির। বিষয়টির তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজেপি এবং বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও জানানো হচ্ছে। পরবর্তীতে এর জবাব চাওয়া হবে রাজ্য বিধানসভায় বলে জানিয়েছেন বিধায়ক পুনা ভেংরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *