জলপাইগুড়ি মেডিকেল কলেজের আবাসন নির্মাণের জন্য ফার্মাসি কলেজের খেলার মাঠ নেওয়া হলে কেন?

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ সেপ্টেম্বর : নিজেদের কলেজের খেলার মাঠ বাঁচাতে এবার অনশন আন্দোলন শুরু করলেন জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ছাত্র‌ছাত্রীরা। বৃহস্পতিবার রাত থেকে ছাত্রছাত্রীরা অনশন শুরু করেছে‌ন। শুক্রবার সকাল থেকেও চলছে অনশন আন্দোলন।

ফার্মাসি কলেজের ছাত্র‌ছাত্রীরা জানান, তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে যদি সমস্যা‌র কোন‌ও সমাধান না হয় তাহলে আগামী‌দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আজ আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে আধিকারিকদের। আন্দোলনরত তৃতীয় বর্ষের ছাত্র মহম্মদ আসিফ আলি মোল্লা বলেন, আমরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে ন‌‌ই। আমরাও চাই জলপাইগুড়ি‌তে মেডিকেল কলেজ হাসপাতাল হোক। তবে ফার্মাসি কলেজের মাঠে আমরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন কিছুতেই গড়ে উঠতে দেবো না।

উল্লেখ্য, নির্মিয়মান জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি দশতলা আবাসন তৈরি হবে ফার্মাসি কলেজের খেলার মাঠে। আর তাই নিজেদের কলেজের খেলার মাঠ ফেরতের দাবিতে আন্দোলন শুরু করেছে কলেজের পড়ুয়ারা। জানা গেছে, এই খেলার মাঠ দেখিয়ে প্রতিবছর ফার্মাসি কলেজের AICTE Affiliation আসে। পাশাপাশি এই মাঠে খেলাধুলা করে শহরের মানুষজন। মাঠটি না থাকলে ফার্মাসি কলেজের অস্তিত্ব সংকটে পড়তে পারে। জানা গেছে ইতিমধ্যে ফার্মাসি কলেজের লেকচার গ্যালারি ও কলেজ ক্যান্টিন মেডিকেল কলেজের জন্য নেওয়া হয়েছে।

Why was the playground of Pharmacy College taken for the construction of Jalpaiguri Medical College accommodation?

শহরবাসীর প্রশ্ন, জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হোক সবাই চায়। ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে আর একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে কেন? জলপাইগুড়িতে সরকারি জমির অভাব বোধহয় নেই। তাই দাবি মেডিকেল কলেজের আবাসন ফার্মাসি কলেজের মাঠ থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হোক। দুটো প্রতিষ্ঠানই বেঁচে থাকুক নিজস্ব গরিমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *