বানারহাট: ডুয়ার্সে ফের বন্য হাতির তাণ্ডবে প্রাণ হারালেন দুই জন। বৃহস্পতিবার ভোরে ও বুধবার গভীর রাতে পৃথক দুটি ঘটনায় বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানের বাঁশবাড়ি লাইন এলাকার গুড়িয়া ওঁরাও (৬০) ও চানাডিপা পূর্ব দুরামারি এলাকার সোমরা ওঁরাও (৫০) নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর প্রায় পাঁচটায় প্রাতঃকৃত্য সারতে ঘর থেকে বেরোন গুড়িয়া ওঁরাও, সেই সময় হঠাৎ একটি হাতি সামনে এসে মুহূর্তের মধ্যে তাকে পিষে দেয়। অপরদিকে, বুধবার রাত সাড়ে বারোটার সময় চানাডিপা পূর্ব দুরামারিতে আরেকটি হাতির হামলায় প্রাণ হারান সোমরা ওঁরাও।

এলাকাবাসীর অভিযোগ, হাতি ও চিতাবাঘের আনাগোনা এখানে প্রায় নিত্যদিনের ঘটনা। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে বনদপ্তরের পক্ষ থেকে বাড়তি নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।