ডুয়ার্স: প্রকৃতির কোলে ডুয়ার্সে রবিবার বিকেলে মিলল অন্যরকম চমক। হঠাৎই পানঝোরা জঙ্গল থেকে বেরিয়ে এসে মূর্তি নদীর ধারে ঘোরাফেরা করতে দেখা গেল একটি পূর্ণবয়স্ক বুনো হাতিকে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়, আর পর্যটক থেকে স্থানীয়—সবার ভিড় জমে যায় নদীর তীরে।

দূর থেকে অনেকেই মোবাইল ও ক্যামেরায় বন্দি করেন সেই বিরল দৃশ্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাউথ ইনডং যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা। কিছুক্ষণ নদীর ধারে অবস্থান করার পর হাতিটি আবার নিরাপদে জঙ্গলে ফিরে যায়।
উল্লেখ্য, মাঝেমধ্যেই ডুয়ার্সের জঙ্গল থেকে হাতি, বাইসন কিংবা গন্ডার বেরিয়ে আসে মূর্তি নদীর ধারে জল পান করতে। তাই পর্যটন কেন্দ্র হিসেবে মূর্তি প্রায় প্রতিদিনই ভরপুর থাকে মানুষের আনাগোনায়। তবে রবিবার ছিল ছুটির দিন, ফলে পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল। হঠাৎ করে বুনো হাতিকে কাছ থেকে দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে ওঠেন সকলে।
প্রকৃতি আর বন্যপ্রাণীর এই সহাবস্থানই যেন ডুয়ার্স ভ্রমণের আসল আকর্ষণ।