জাঁকিয়ে শীত না পড়ায় সমস্যায় জলপাইগুড়ি শহরের শীতের পোশাক বিক্রেতারা

সংবাদদাতা, জলপাইগুড়ি:- শীত এখনও জাকিয়ে বসেনি। ফলে সমস্যায় জলপাইগুড়ি শহরের শীতের পোশাক বিক্রেতারা। প্রতিবারের মতো এবারও জলপাইগুড়ির ডিবিসি রোড ও সমাজ পাড়া মোড়ে গরম কাপড় বিক্রির পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন। কিন্তু এবার গরম পোশাক বিক্রির বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান আবহাওয়া।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও দিনের বেলা রোদের যা প্রভাব তাতে শীত কবে জাকিয়ে পড়বে তা নিয়ে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে। বিক্রেতা গোপাল মন্ডল বলেন, গেল বছর এই সময় শীতের প্রচুর পোশাক বিক্রি হয়েছিল। এবারও সেই আশায় ছোট বড় সকলের জন্য বিভিন্ন পোশাক এনেছি। প্রচুর টাকা আটকে আছে।

Winter clothes sellers in Jalpaiguri are in trouble

কি হবে জানিনা। আরেক বিক্রেতা প্রহ্লাদ দাসের বক্তব্য, এবার শীত এখনো সেভাবে না পড়ায় চিন্তায় আছি। প্রচুর টাকা ঋণধার করে শীতের পোশাক নামিয়েছি। সেভাবে বিক্রি না হওয়ায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে। জানিনা সামনের মাসের বাকিদিনগুলি ব্যাবসা হবে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *