জলপাইগুড়ি : উত্তরের জলপাইগুড়ি জেলাজুড়ে শীতের দাপট অব্যাহত। বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, বইছে শীতল হাওয়া। হালকা কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়িতে সূর্যের দেখা মেলেনি এখনো পর্যন্ত। ঠান্ডায় জুবুথুবু অবস্থা জেলার বাসিন্দাদের।
মঙ্গলবার রাত থেকেই শীতের প্রভাব আরও বেড়েছে। সকাল-বিকেল আগুন পোহাতে দেখা যাচ্ছে শিশু থেকে বৃদ্ধ সকলকে। রাস্তায় যানবাহনের গতি ধীর, মানুষের চলাচলও তুলনামূলক কম। ঠান্ডার কারণে বেশিরভাগ দোকানপাট দেরিতে খুলছে।

তবে শীতের মধ্যে চায়ের দোকানগুলিতে ক্রেতাদের ভিড় নজরে পড়ছে। এক কাপ গরম চা যেন এই ঠান্ডার মাঝে উষ্ণতার একমাত্র উৎস।
শীতের এমন প্রভাবে জনজীবন কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। তবে জলপাইগুড়ির মানুষজন শীতের এমন পরিবেশ উপভোগও করছেন নিজেদের মতো করে।