জলপাইগুড়ি : উত্তরবঙ্গে শীত তার দাপট দেখাতে শুরু করেছে। শনিবার ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামাঞ্চল, সর্বত্রই ঘন কুয়াশা ও শীতের অনুভূতি স্পষ্ট। শীতের হাত থেকে বাঁচতে চায়ের দোকানগুলিতে ভিড় বেড়েছে। অনেকে শরীর গরম রাখতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
শীতের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে শুরু করেছে মানুষ। জলপাইগুড়ির বিভিন্ন জলাশয়ে দেখা মিলছে পরিযায়ী পাখিদের, যা প্রকৃতি প্রেমীদের মন কাড়ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিমের হাওয়ার বদলে দক্ষিণ-পূর্ব হাওয়ার প্রভাব দেখা যাবে। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকে সোমবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকবে। আগামী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সোমবার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, তবে মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বাড়ছে। দার্জিলিং ও সিকিমের উঁচু পাহাড়ি অঞ্চল, বিশেষ করে সান্দাকফু ও টুমলিং-এ, শনিবার থেকে সোমবারের মধ্যে স্নোফলের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই শীত ও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রকৃতিকে আরও মোহময় করে তুলবে। তবে যাতায়াত ও দৈনন্দিন কাজে অসুবিধা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।