উত্তরের জেলাগুলিতে ফের শীতের আমেজ (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারি’২৪ : আচমকা ভোলবদল! শনিবার সকাল থেকেই ফাল্গুনের কুয়াশায় ঢাকলো শহর জলপাইগুড়ি। শীত যেন বিদায় নিতেই চাইছে না জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ থেকে, বিগত কয়েক দিন সকাল থেকেই বেড়ে চলেছিল তাপমাত্রা।

Winter mood again in northern districts

তবে সপ্তাহের শেষ দিনে শনিবার আচমকাই ভোলবদল আবহাওয়ার। এদিন ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল জলপাইগুড়ি শহর সহ ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল। সঙ্গে হিমেল হাওয়ায় কার্যত নতুন করে গায়ে গরম জামা কাপড় চড়াতে বাধ্য করেছে প্রকৃতি। তবে বেলা বাড়ার সাথে আবহাওয়ার পরিবর্তন হয়ে রোদের দেখা মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *