জলপাইগুড়ি : রাগের বশে একি কান্ড গজরাজের! জঙ্গল সংলগ্ন সরকারি নলকূপে জল না পেয়ে নলকূপ উপড়ে ফেলে দিল হাতির দল! ঘটনায় চোখ কপালে এলাকাবাসীদের।
একেই জঙ্গলে ক্রমে বাড়ছে জনবসতি অন্যদিকে, বিশ্ব উষ্ণায়ন এবং জঙ্গলে অবৈজ্ঞানিকভাবে গাছপালা ধ্বংসের ফলে খাদ্যের অভাবে বন্যপ্রাণীদের লোকালয়ে হানা দিতে দেখা যাচ্ছে হামেশাই। জঙ্গলে দখলদারি থেকে শুরু করে গাছপালা নিধনের ফলে জঙ্গলে নিজেদের বাসস্থানেই নিজেদের অস্তিত্ব বজায় রাখতে বেগ পেতে হচ্ছে বন্যপ্রাণীদের। উপরন্তু, তৃষ্ণা নিবারণের জন্য লোকালয়ে এসে জনবসতি এলাকায় বসানো সরকারি নলকূপে জল না পেয়ে রাগে নলকূপ সুদ্ধ উপরে ফেলে দিল হাতি। জলপাইগুড়ি সংলগ্ন মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল সংলগ্ন বড়দিঘি চা বাগান এলাকার ঘটনা।
ঘটনায় হতবাক এলাকাবাসী। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।এখানেই শেষ নয়, হাতির দল এলাকার বেশ কিছু কলা ও সুপারি গাছেরও ক্ষতি করে। জানা যায়, এলাকা সংলগ্ন লাটাগুড়ি জঙ্গল থেকে ৬ থেকে ৭ টি হাতির একটি দল চলে আসে বড়দিঘী চা বাগানে। বাগানের চম্পা লাইনে থাকা নলকূপে জল না পেয়ে তা উপড়ে ফেলে দেয় হাতি। স্থানীয় জনগণের চিৎকারে হাতি গুলো বাড়ি ঘরের কোনও ক্ষতি করতে না পারলেও এলাকার বহু গাছের ক্ষতি করে। এদিন ভোররাত নাগাদ হাতিগুলো বড়দিঘী চা বাগান হয়ে ফের লাটাগুড়ি জঙ্গলে চলে যায়।
এ বিষয়ে এলাকার বাসিন্দা ভরত টোপনো বলেন, মাঝেমধ্যেই বাগানে হাতির দল ঢুকে তাণ্ডব চালায়। এদিনও এলাকার একটি রিগবোর নলকূপ উপড়ে ফেলে দেয় হাতি। এলাকায় হাতির হানা রুখতে রাতে বন কর্মীদের টহলদারী দাবি করেছেন বাসিন্দারা। বনদফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জঙ্গল লাভুয়া একটি রিসোর্ট এর ভেতরে ঢুকে হানা দেয় জংলি হাতির দল। এছাড়াও ইদানিং লোকালয়ে হাতির হানা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাতে হচ্ছে জঙ্গল লাগোয়া বাসিন্দাদের।