বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৭ জুলাই ২০২২ : তিন মাসের নিজের পুত্র সন্তানকে পুকুরে ফেলতে এসে স্থানীয় মানুষজনের হাতে পাকড়াও এক মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বেলঘড়িয়া থানার কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায়। অভিযোগ, এক মহিলা শিশু সন্তানকে চৌধুরী পাড়ার পুকুরে ফেলার চেষ্টা করে। স্থানীয়দের তৎপরতায় বাচ্চাটিকে ওই মহিলা পুকুরে ফেলতে ব্যর্থ হয়। ফের বাচ্চাটিকে নিকাশি নালায় ফেলতে গেলে এক মহিলা ছুটে এসে মায়ের হাত থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নেয়। এই ঘটনাটিকে তীব্র উত্তেজনা ছড়ায় কামারহাটির চৌধুরী পাড়ায়। উত্তেজনার খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ এসে শিশু-সহ মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে হয়। হাসপাতালে চিকিৎসার পর মা ও শিশুকে বেলঘড়িয়া থানায় আনা হয়। স্থানীয়দের দাবি, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তাই বাচ্চাটিকে হোমে পাঠানো হোক। জানা দিয়েছে, ওই মহিলার নাম সুমন দাস। কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বেমাগর মাঠ সংলগ্ন এলাকায় ওই মহিলা ভাড়া থাকেন। বিয়ের কিছুদিন বাদে মহিলাকে ছেড়ে অন্যত্র চলে যায় ওঁর স্বামী। তারপর কামারহাটি সাগরদত্ত হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা। হাসপাতালে থাকাকালীন একজন বাচ্চাটিকে নিতে চেয়েছিল। কিন্তু নিজের বাচ্চাকে অন্যের কাছে দিতে নারাজ ছিলেন ওই মহিলা।
