বিশ্বজিৎ নাথ : খড়দার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙাদিঘিলা উত্তর পাড়ায় এক বিধবা মহিলাকে গণধর্ষণের প্রতিবাদে গতকাল কলকাতা উত্তর শহরতলি জেলার পক্ষ থেকে রহড়া থানা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। পাতুলিয়া বাজার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে রহড়া থানা পর্যন্ত যায়।

সেখানে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তুললেন বিজেপি নেতা-কর্মীরা। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন, বাংলায় নারী শক্তি আজ বিপন্ন। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী। অথচ সবচেয়ে বেশি অসুরক্ষিত মহিলারাই। তাঁর দাবি, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় আসলে বঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

তাঁর অভিযোগ হল, পাতুলিয়ায় গণধর্ষণ কাণ্ডে জড়িতরা সকলেই তৃণমূল শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত। এমনকি মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য নির্যাতিতার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এদিনের প্ৰতিবাদ কর্মসূচিতে হাজির ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, দলের কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি চন্ডী চরণ রায়, জয় সাহা-সহ অন্যান্য কার্যকর্তারা।