এলাকায় নেশার দৌরাত্ম্য কমাতে উদ্যোগী মহিলারা; থানার দ্বারস্থ (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ জানুয়ারি’২৪ : এলাকায় নেশার দৌরাত্ম্য কমাতে উদ্যোগী মহিলারা। নেশার সামগ্রী বিক্রি ও নেশার দৌরাত্ম্য কমানোর দাবিতে থানার দ্বারস্থ। জলপাইগুড়ি পুরসভার ১২ নং ওয়ার্ডের জয়ন্তী পাড়া, স্টেশন চত্বর, রেল কোয়ার্টার, হাই স্কুলের পুকুর এলাকায় নেশার দৌরাত্ম্য বেড়েই চলেছে বলে অভিযোগ। অভিযোগ ওই সব এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের নেশা করতে দেখা যায়।

এই নেশাখোরদের মধ্যে এলাকার মানুষদের পাশাপাশি বাইরে থেকেও অনেক পুরুষ মহিলাকে নিয়মিত দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের। নেশায় আক্রান্তরা নেশার সামগ্রী কেনার জন্য নাবারকম অসাধু উপায় বেছে নিচ্ছে। যার জন্য এলাকায় চুরি, ছিনতাই ব্যাপক হারে বেড়ে গেছে। শুধু তাই নয় নেশার অর্থের জোগাড় করার জন্য বাড়ির লোকেদের উপর মারধরের অভিযোগও উঠেছে।নেশাখোরদের জন্য উপরোক্ত এলাকাগুলো দিয়ে দিনের বেলাতেও মহিলারা এবং রাতের অন্ধকারে সাধারণ মানুষরাও চলাচল করতে আতঙ্কে থাকেন বলে অভিযোগ।

Women committed to reducing drug violence in the area;  At the police station

তাই এলাকায় নেশাখোরদের দৌরাত্ম্য এবং নেশার সামগ্রী বিক্রি বন্ধ করতে বুধবার রাত ৮ টা নাগাদ জলপাইগুড়ির কোতোয়ালি থানায় দারস্থ হল জলপাইগুড়ির ১২ নং ওয়ার্ডের মহিলারা। এই নিয়ে তারা একটি স্মারকলিপিও প্রদান করে নেশা বন্ধের দাবি জানান। তাই অবিলম্বে এই নেশার পরিবেশ বন্ধ করার আর্জি জানানো হয় থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *