আবার নারী পাচারের ছায়া শিলিগুড়িতে! বাসস্ট্যান্ড থেকে উদ্ধার ৩৪ তরুণী

শিলিগুড়ি : পুনরায় নারী পাচারের জাল ধরা পড়ল শিলিগুড়িতে। প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের তৎপরতায় শনিবার রাতে শিলিগুড়ি বাস টার্মিনাস (জংশন) থেকে উদ্ধার করা হল ৩৪ জন তরুণীকে। ঘটনায় পাচার সন্দেহে তিনজন—এক পুরুষ ও দুই মহিলা—কে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তরুণীদের “কাজের সুযোগ” দেখিয়ে রাঁচি হয়ে তামিলনাড়ুর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই প্রাথমিক অনুমান। অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ আধিকারিকদের কথায়, পাচার চক্রটি বিভিন্ন রাজ্য ঘুরে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মেয়েদের টার্গেট করত।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, “৩৪ জন তরুণীকে উদ্ধার করা হয়েছে। তিনজনকে সন্দেহের ভিত্তিতে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মেয়েদের ভুল উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।”

Women trafficking looms large in Siliguri again! 34 young women rescued from bus stand

পুলিশ এখন তরুণীদের পরিবার ও ঠিকানা শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। উদ্ধার হওয়া কিশোরীদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে পাচার চক্রের মূল চালক ও নেটওয়ার্ক খুঁজে বের করা যায়।

এই ঘটনা ফের একবার শিলিগুড়ি থেকে নারী পাচারের আশঙ্কা ও চক্রের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়াল। বিশেষত উত্তরবঙ্গ হয়ে বিভিন্ন রাজ্যে নারী পাচারের রুট যে কতটা সক্রিয়, তা আরও স্পষ্ট হয়ে উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *