ডিবিসি রোডে নির্মীয়মান বহুতল থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক; সেফটি বেল্ট ব্যবহার না করা নিয়ে প্রশ্ন! (ভিডিও সহ)

জলপাইগুড়ি, ৮ আগস্ট : বৃহস্পতিবার বিকেলে ডিবিসি রোডের শনি মন্দির সংলগ্ন নির্মীয়মান চারতলা আবাসনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। কাজের মাঝেই হঠাৎ ভারসাম্য হারিয়ে পাথরের স্তুপে পড়ে গুরুতর জখম হলেন এক শ্রমিক। সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।

সহকর্মীদের অভিযোগ, শ্রমিকের কাছে সেফটি বেল্ট থাকলেও কাজের সময় তিনি তা ব্যবহার করেননি। ঠিক কী কারণে নিরাপত্তা সরঞ্জাম ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করছিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Worker seriously injured after falling from multi-storey building under construction on DBC Road; question over not using safety belts!

স্থানীয় ব্যবসায়ী সঞ্জয় সরকার জানান, “এভাবে অসাবধানতার ফলে দুর্ঘটনা ঘটছে, এটা খুবই দুঃখজনক (নিচে ভিডিওতে শুনুন বক্তব্য)।”

শ্রমিক আলোক রায় বলেন, “আমাদের অনেক সময় তাড়াহুড়োয় বা অসুবিধার কারণে সেফটি বেল্ট ব্যবহার হয় না, কিন্তু এর ফল ভয়াবহ (নিচে ভিডিওতে শুনুন বক্তব্য)।”

দুর্ঘটনার এই ঘটনা নির্মাণস্থলে নিরাপত্তা মানা হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *