বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৭ জুন ২০২২ : ২৬ জুন রবিবার ছিল বিশ্ব মাদক বিরোধী দিবস। কিন্তু ওইদিন ভাটপাড়া, পানিহাটি, দমদম ও দক্ষিণ দমদম পুরসভার একটি করে ওয়ার্ডে উপ-নির্বাচন ছিল। তাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সোমবার পালন করা হল বিশ্ব মাদক বিরোধী দিবস। এদিন সচেতনতা মূলক একটি ট্যাবলোর উদ্বোধন করলেন নগরপাল মনোজ বর্মা। পাশাপাশি ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে মাদক বিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ব্যারাকপুর অঞ্চলের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন। প্রেক্ষাগৃহের মঞ্চে এদিন মঞ্চস্থ হল সমাজ সচেতন মূলক নাটকও। নগরপাল মনোজ বর্মা ছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন যুগ্ম নগরপাল ( সদর) ধ্রুবজ্যোতি দে, যুগ্ম নগরপাল ( অপরাধ) অজয় ঠাকুর-সহ কমিশনারেটের অন্যান্য অধিকারিকরা।
