জলপাইগুড়িতে পড়ুয়াদের সঙ্গে পালিত হলো বিশ্ব আবহাওয়া দিবস

জলপাইগুড়ি : বিশ্বব্যাপী ২৩শে মার্চ পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস। তবে এবছর দিনটি রবিবার পড়ায়, জলপাইগুড়ি স্থিত ভারত মৌসম বিজ্ঞান দপ্তর বিশেষভাবে সোমবার (২৫শে মার্চ) ছাত্র-ছাত্রীদের নিয়ে দিবসটি উদযাপন করল।

এবারের থিম ছিল— “একসাথে প্রাথমিক সতর্কতা ব্যবধান বন্ধ করা”। দিনটি উপলক্ষে শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের ভূগোল বিভাগের পড়ুয়ারা অংশ নেন।

দপ্তরের পক্ষে রনেন্দ্র সরকার বলেন, “প্রতি বছর ২৩শে মার্চ দিনটি বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালিত হয়। তবে এবছর তা রবিবার হওয়ায়, আমরা একদিন পর স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে দিবসটি পালন করলাম। এর ফলে তাদের মধ্যে আবহাওয়া সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বাড়বে বলে আশা করছি।”

এই বিশেষ উদ্যোগের ফলে পড়ুয়ারা শুধুমাত্র আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য জানার সুযোগ পেলেন না, বরং ভবিষ্যতে এই ক্ষেত্রে কাজ করার আগ্রহও জন্ম নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *