নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৭ জুন ২০২২ : সরকারী হাসপাতালের দেওয়া রোগীর খাবারে কেঁচো পাওয়া যায় বলে অভিযোগ। মঙ্গলবার জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের মান কি রকম দেওয়া হয় তাঁর খোঁজ খবর করেন। ইতিমধ্যে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে রোগীর খাবারে কেঁচো পাওয়া যাওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, শনিবার রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে রোগীদের খাবার দেওয়া হয়। সেই সময় এক রোগীর খাবারে পেঁচিয়ে থাকা কেঁচো পাওয়া যায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল কান্ড বাধে। এরপর রোগীর পরিজনরা প্রতিবাদ ও বিক্ষোভ দেখায়। রবিবার এবং সোমবারও রোগীর একাংশ হাসপাতালের দেওয়া খাবার নেয়নি।
এদিন সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা হাসপাতালের খাবারে কেঁচো পাওয়া যায়। এভাবে চলতে থাকলে সরকারী হাসপাতালের উপর মানুষের ভরসা উঠে যাবে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ঠিকাদার সংস্থা ও খাদ্য সরবরাহ সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আন্দোলন করা হবে বলে জানান সাংসদ।