করলা নদীতে জামা ধুতে গিয়ে ভেসে গেলেন যুবক, নিখোঁজের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয়রা

জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে করলা নদীর জলস্রোতে তলিয়ে গেলেন এক যুবক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে শহরের ১ নম্বর ওয়ার্ডের রায়কতপাড়া এলাকায়। নদীতে জামাকাপড় ধুতে নামেন পেশায় ধোপা কৃষ্ণা রজক (৩৫)। গতকাল রাতভর প্রবল বৃষ্টির ফলে করলার জলস্রোত বেড়ে যায়। তার মধ্যেই নদীতে নেমে পড়ায় হঠাৎই ভেসে যান কৃষ্ণা।

Young man washed away in the Karla River while washing clothes; locals search for missing man

ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করেন। কেউ কেউ নদীতে নেমে খোঁজ চালালেও এখনো পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো খোঁজ মেলেনি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমেছে উদ্বেগের ছায়া।

এই প্রসঙ্গে কৃষ্ণার দাদা উপেন্দ্র রজক বলেন, “প্রতিদিনের মতোই জামা ধোয়ার জন্য নেমেছিল কৃষ্ণা। কিন্তু আজ হঠাৎই স্রোতে ভেসে যায়। এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।”

অন্যদিকে স্থানীয় কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা জানিয়েছেন, “ঘটনার খবর পেয়েই আমি এলাকায় এসেছি। প্রশাসন ও উদ্ধারকারী দলকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব খোঁজ চালানো হচ্ছে।”

শহরের প্রাণকেন্দ্রে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *