সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ অক্টোবর’২৩ : পুজোতে জলপাইগুড়ি শহরে অশান্তি ছড়ানোর চেষ্টা। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত বিপ্লব রায় জলপাইগুড়ি শহরের সুভাষ উন্নয়ন পল্লীর বাসিন্দা।

সপ্তমীর রাতে শহরের নয়াবস্তি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে নাইন এম এম পিস্তল। সঙ্গে উদ্ধার হয়েছে তিন রাউন্ড তাজা কার্তুজ। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।