শিলিগুড়ি, ৭ জুলাই: চুরি যাওয়া একটি পিকআপ ভ্যান সহ এক যুবককে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্রে খবর ছিল, একটি চুরির পিকআপ ভ্যান জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুরের দিকে যাচ্ছে। সেইমতো তিনবাত্তি মোড়ে ফাঁদ পেতে অপেক্ষায় ছিল পুলিশ বাহিনী।

এরপর একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। গাড়িটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। শুধু তাই নয়, পুলিশের সন্দেহ— ভ্যানটির নম্বর প্লেটটিও জাল।
গাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এক যুবককে। ধৃত যুবকের নাম জুনেত আলম, তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি এলাকায়। তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, চুরি হওয়া গাড়িগুলিকে জাল কাগজপত্রে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা দিয়ে পাচার করা হচ্ছিল। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে বিস্তৃত তদন্ত শুরু হয়েছে।
পুলিশের তৎপরতায় একদিকে যেমন চুরির গাড়ি উদ্ধার হলো, তেমনি গাড়ি পাচার চক্রের এক বড় সূত্রেও পৌঁছনোর সম্ভাবনা তৈরি হলো। পুলিশের তরফে জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।