জলপাইগুড়ি : জলপাইগুড়ির রাজবাড়ী দিঘিতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল এক যুবক, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিখোঁজ যুবকের নাম রানা বসাক (বয়স আনুমানিক ১৮-২০), বাড়ি বজরাপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে রানা স্নান করতে নামে রাজবাড়ীর দিঘিতে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পুকুরের মাঝামাঝি পৌঁছতেই হঠাৎ করে রানা জলে তলিয়ে যায় এবং এরপর আর তার দেখা মেলেনি। ঘটনার পরেই এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে জলপাইগুড়ি পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট ও সিভিল ডিফেন্স।

ডুবুরি নামিয়ে পুকুরে তল্লাশি চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত যুবকের কোনো খোঁজ মেলেনি। রাত পর্যন্ত উদ্ধারকাজ চলেছে বলে পুরসভা সূত্রে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। তিনি জানান, “নিখোঁজ যুবক বজরাপাড়ার বাসিন্দা। খবর পেয়েই আমি ছুটে এসেছি। প্রশাসনের তরফে উদ্ধার কাজ জোরকদমে চলছে।”
এই রিপোর্ট লেখা পর্যন্ত রানা বসাকের সন্ধান মেলেনি। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।