জলপাইগুড়ি টাউন স্টেশনে “মহাশ্মশান” লেখা পোস্টার সাঁটালো যুব তৃণমূল

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ জুন ২০২২ : স্টেশন আছে, ট্রেন নেই প্রতিবাদে জলপাইগুড়ি টাউন স্টেশন ম্যানেজারের অফিস রুম সহ একাধিক জায়গায় “মহাশ্মশান কার্যালয়” পোস্টার লাগালো যুব তৃণমূল।

সোমবার টাউন স্টেশনে বিক্ষোভ দেখিয়ে কেন্দ্র সরকার ও বিজেপিকে আক্রমণ করেন যুব তৃণমূলের নেতা কর্মীরা। যুব তৃণমূলের দাবি, এই স্টেশনে দার্জিলিং মেলের দুটো কোচ দেওয়া হত তা তুলে দেওয়া হয়েছে। তিস্তা তোর্ষা এক্সপ্রেস নেই। মিতালী এক্সপ্রেস স্টেশন দিয়ে যাচ্ছে কিন্তু স্টপেজ নেই। তাহলে এই স্টেশনের গুরুত্ব কোথায়। বিজেপির চরম দুঃখ আছে সাধারণ মানুষ এর জবার দেবে বলে জানালেন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী। এ দিন আন্দোলনকারীরা স্টেশন ম্যানেজারের অফিস রুমের সামনে স্টেশন ম্যানেজার লেখা বোর্ডে টাউন স্টেশন মহাশ্মশান কার্যালয়ের পোস্টার টাঙিয়ে দেয়।

অন্যদিকে স্টেশন চত্বরে অফিস রুমে দরজায় একই পোস্টার টাঙিয়ে দেয়। এরপর রেল লাইন রেল রয়েছে কিন্তু ট্রেন নেই এর প্রতিবাদে রেল লাইনে হেঁটে প্রতিবাদ জানালেন যুব তৃণমূলের জেলা কর্মীরা৷

সৈকত বাবু বলেন, “উত্তরবঙ্গের বিভাগীয় শহর জলপাইগুড়ি। এখানে ট্রেন নেই। জলপাইগুড়ি পুরসভায় প্রায় এক লক্ষ ৭৫ হাজার মানুষের বসবাস। এই স্টেশন রেখে কি হবে। এই কারণে মহাশ্মশান কার্যালয় পোস্টার টাঙিয়ে দেওয়া হল।”

এদিকে স্টেশন ম্যানেজার নিতাই দাস বলেন, “যুব তৃণমূল আন্দোলনে এসেছিল। ট্রেনের স্টপেজের দাবিতে। বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *