টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ যুথিকা রায় বাসুনিয়ার (ভিডিও সহ)

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : দীর্ঘ জল্পনার অবসান। জলপাইগুড়ি জেলার অন্যতম আদি তৃণমূল কর্মী যুথিকা রায় বাসুনিয়া নিজের পুরোনো দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন।

জলপাইগুড়ি জেলায় নব্বই এর দশকে তৃণমূল কংগ্রেস দল বলতে যে কয়েক জন কে বোঝাতো যুথিকা রায় বাসুনিয়া তার মধ্যে অন্যতম। তবে বেশকিছু সময় ধরেই এই নেত্রী দলে কোণঠাসা হয়ে পরেছিলেন বলেই রাজনৈতিক মহলের ধারণা।

তবে এই আশঙ্কা অনেকটাই বাস্তবে পরিণত হয়, যখন এবারেও জলপাইগুড়ি পুরসভার এগারো নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী তালিকায় যুথিকা দেবীর নাম ওঠে না। এরপর থেকেই জলপাইগুড়ি শহরের রাজনীতিতে শুরু হয়ে ছিল জল্পনা। অবশেষে মঙ্গলবার দীর্ঘদিনের  তৃণমূল দলের একনিষ্ঠ এই নেত্রী ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদানের খবরটি নিজের মুখেই জানিয়ে দিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটান।

দল ত্যাগ প্রসঙ্গে যুথিকা দেবী জানান, তিনি যখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে কাজ শুরু করেছিলেন তখন তৃণমূল রাজ্যে বিরোধী দল ছিলো। এবারও তিনি যে দলের হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন সেই বিজেপিও রাজ্যের প্রধান বিরোধী দল। দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক জীবনে মানুষের সেবা করাটাই তার প্রধান লক্ষ্য। আসন্ন পুরভোটে দাঁড়ানো প্রসঙ্গে তার জবাব, সেটা দল ঠিক করবে। তবে বিজেপি এখনো পর্যন্ত ১১ নং ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করে নি। যুথিকা দেবীর বিজেপিতে যোগদানের পর ওই ওয়ার্ডে তার নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।

যদিও এই প্রসঙ্গে তৃণমূল দলের শিক্ষা সেলের অন্যতম নেতা তথা জেলা বিদ্যালয় সংসদের সভাপতি লক্ষমোহন রায় কোনো মন্তব্য করতে অস্বীকার করে বলেন যে বলার দলের সভানেত্রী বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *