বিকাশ সরকার, হলদিবাড়ি, ২৫ নভেম্বর’২৩ : রাজ্য সর্বশিক্ষা মিশনের আওতায় একদিনের মেধাভিত্তিক SAS পরীক্ষা অনুষ্ঠিত হলো কচুয়া বোয়ালমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে । এদিন পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ২৬৫ জন ছাত্রছাত্রী এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকারা এদিনের এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন।

এদিনের এই পরীক্ষা কেন্দ্রে স্পেশাল দায়িত্বে থাকা অর্থাৎ শিক্ষা বন্ধু গৌতম লালা বলেন রাজ্য সরকারের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। তিনি আরো বলেন এই পরীক্ষার মধ্য দিয়ে স্কুল পড়ুয়াদের মেধার মূল্যায়ন হবে। এবং আগামী দিনে এই সমস্ত পরীক্ষার্থীরা অনেকের সাফল্য অর্জন করতে পারবে। এদিন পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব থাকা শিক্ষিকারা বলেন এই পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা খুব সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছে। এবং এই বিদ্যালয়ের পরীক্ষা নিতে এসে সকলের ব্যবহারে তাদের ভীষণ ভালো লেগেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন রাজ্য সরকারের এরূপ প্রয়াস খুব সুন্দর প্রয়াস। এতে সমস্ত পরীক্ষার্থীদের একটি মেধার যাচাই হয়ে গেল। তিনি আরো বলেন বিভিন্ন বিদ্যালয়ে থেকে আগত শিক্ষক শিক্ষিকারা খুব সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা করেছেন। তাই পরীক্ষার্থীর সহ সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিকাশ সরকারের রিপোর্ট হলদিবাড়ি।