গোটা দেশের সাথে আজ জলপাইগুড়িতেও শুরু হলো করোনার বুস্টার ডোজ ভ‍্যাকসিন (ভিডিও সহ)

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : আজ থেকে গোটা দেশের সাথে জলপাইগুড়িতেও শুরু হলো করোনার বুস্টার ডোজ ভ‍্যাকসিন। মূলত স্বাস্থ্যকর্মী, প্রথমসারির করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার কথা। যে সমস্ত সরকারি কর্মচারি, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী গত বিধানসভা ভোটের আগে বা পরে ভোটকর্মী হিসাবে করোনা ভ্যাক্সিনেশন পেয়েছিলেন ‘ প্রথমসারির করোনা যোদ্ধা’ হিসাবে, তারা এখন সকলেই প্রিকোশন ডোজ বা বুস্টার ডোজ পাবেন।

তবে দ্বিতীয় ডোজের পর কমপক্ষে 39 সপ্তাহ পর থেকে তার প্রিকোশন ডোজ নেওয়ার ডিউ ডেট দেখাবে। ঐ তারিখের পরই ভ্যাকসিন পাওয়া যাবে। এরজন্য নতুন করে কোন রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। আজ জলপাইগুড়িতেও এই ডোজ শুরু হলো ফার্মাসি কলেজে। জানা গেছে, পশ্চিমবঙ্গে সাড়ে ৭ লক্ষ স্বাস্থ্যকর্মী, সাড়ে ১০ লক্ষ প্রথমসারির করোনা যোদ্ধা’ এবং ২২ লক্ষ কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব ব্যক্তিরা বুস্টার ডোজ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *