নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ মে ২০২২ : জলপাইগুড়ি রানীনগরের শিল্প তালুকে তামার তার চুরির ঘটনায় পুলিশ হেফাজতে থাকা দুই যুবককে জেরা করে প্রায় দু’শো কেজির বেশি তামার তার উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পিসি পার্টির পুলিশ। উদ্ধার হওয়া এই তামার তারের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। এই চুরির ঘটনায় আরও কয়েকজনের খোঁজ চলছে দাবি পুলিশের।

২ মে জলপাইগুড়ি রানীনগরের শিল্পতালুকে নিরাপত্তা কর্মীকে ভয় দেখিয়ে তামার তার চুরির অভিযোগ উঠেছিল। অভিযোগ পেয়ে তদন্তে নামে কোতোয়ালি থানার পিসি পার্টির পুলিশ। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে সামান্য কিছু তামার তার উদ্ধার হলেও প্রচুর তার প্রথমে উদ্ধার হয়নি। এরপর ধৃতদের সকলকে আদালতে তুলে দু’জনকে পুলিশ হেফাজতে নিয়ে লাগাতার জেরা করতে বড়সড় সাফল্য পেল পুলিশ।

সোমবার রাতে চুরি হওয়া প্রায় দু’শো কেজি তামার রানীনগর এলাকায় থেকে উদ্ধার হয়। এই ঘটনায় ব্যবহৃত একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ জানায়, রানীনগর এলাকার এক বাড়ির পিছনে নির্জন এলাকায় চুরির তামার তার রাখা হয়েছিল। সেখান থেকে প্রায় দু’শো কেজি তামার তার পাওয়া যায় বলে দাবি পুলিশ। এ দিন পুলিশ হেফাজত সময়সীমা শেষ হওয়ার ধৃতদের আদালতে তোলা হয়েছে বলে জানালেন আইসি অর্ঘ্য সরকার।