কলকাতার বিএসএস ক্লাবকে হারিয়ে জয়ী জলপাইগুড়ি বামনপাড়া যুবক সংঘ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৭ নভেম্বর’২৩ : টাইব্রেকারের মাধ্যমে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। উল্লেখ্য জলপাইগুড়ি রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন (RYA) এর প্লাটিনাম জুবিলী উপলক্ষে আয়োজিত হয় একটি ফুটবল প্রতিযোগিতার। কৃষ্ণকুমার কল্যাণী চ্যাম্পিয়ন ও মহেন্দ্র প্রসাদ (চাচা) মেমোরিয়াল রানার্স নকআউট ফুটবল প্রতিযোগিতা ২০২৩। রবিবারের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে কোলকাতা বিএসএস ক্লাব বনাম জলপাইগুড়ি বামনপাড়া যুবক সংঘ। উল্লেখ্য, এদিন প্রথমার্ধের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে টানা উত্তেজনার মধ্য দিয়ে নিদিষ্ট সময়ের খেলা শেষ হলেও উভয় দলের খেলোয়াররা কেউই গোল করতে পারেনি। অতিরিক্ত সময় হিসেবে শেষে ট্রাইবেকারের মধ্যে দিয়ে এদিনের ফাইনাল খেলা শেষ হয়। ট্রাইবেকারে কোলকাতা বিএসএস ক্লাবকে ৪ -২ গোলের ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ির বামনপাড়া যুবক সংঘ৷ জলপাইগুড়ি রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের (RYA) প্লাটিনাম জুবিলী বর্ষ উৎসব কমিটির সম্পাদক পরমার্থ ঘোষ বলেন, ক্লাবের ৭৫ তম বর্ষ উদযাপন শুরু হয়েছিল গতবছরের ৫ ই মার্চ এক বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে। তারই অঙ্গ হিসাবে এদিন জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে ১৮ই নভেম্বর থেকে ২৬ শে নভেম্বর পর্যন্ত ৮ দলীয় এক নকআউট পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিনের এই ফাইনাল খেলা দেখতে জলপাইগুড়ির টাউন ক্লাব ময়দানে ফুটবলপ্রমীদের পাশাপাশি সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *