অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা

জলপাইগুড়ি : সাধারন মানুষের মধ্যে বিজেপি তৃনমূলের কর্মীরাও রয়েছে। সুতরাং দ্রব্য মূল্যের বৃদ্ধির কারনে আমজনতার পাশাপাশি ওই সমস্ত কর্মীরাও সাফার করছে। এই সাফার করার কথা কেন্দ্র, রাজ্য কে ভাবতে হবে। দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে শনিবার জলপাইগুড়ি শহরের দিনবাজার পরিদর্শন এবং পথসভার করার পরে সাংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

Congress called a protest meeting against the abnormal price hike

এদিন সকালে জেলা কংগ্রেস পিনাকী সেনগুপ্ত, টাউনব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি সহ জেলা নেতাদের সাথে নিয়ে দিনবাজারে ঢোকেন শুভঙ্কর সরকার। তিনি কাঁচা সবজির দোকান থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত প্রায় সমস্ত দোকান পরিদর্শন করেন। দাম নিয়ে কথা বলেন ব্যবসায়ীদের সাথে। শুধু তাই নয় জলপাইগুড়ি বাজারের সবজির দাম শুনে হতাশা প্রকাশ করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি পরিস্কার বক্তব্য দিনবাজারে সবজির দাম এবং কলকাতার বাজারের দামের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। তিনি বলেন রাজ্য জুড়েই দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। যাদের কাছে টাকা আছে তাদের কিছু মনে হবে না। কিন্তু সাফার করছেন সাধারন মানুষের। এখানে কেজি প্রতি লঙ্কার দাম ১২০ টাকা, কলকাতায় ১৫০ টাকা, এখানে আদা ২৫০ টাকা, কলকাতায় ৩০০ টাকা। এই পরিস্থিতিতে সাধারন মানুষের নাভিশ্বাস উঠছে। যে কারনেই তাঁরা পথে নেমেছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *