বিকাশ সরকার, হলদিবাড়ি : আসন্ন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফের 15 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে অপারেশন এলার্ট শুরু হয়েছে।

অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন সীমান্ত সুরক্ষা বলয়ে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্যই বিএসএফের পক্ষ থেকে সব ব্যাপারে ওয়াকিবহাল রয়েছে এবং 26 শে জানুয়ারি উপলক্ষে বিএসএফের 15 নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক এবং উচ্চ আধিকারিকরা যৌথভাবে সীমান্ত সুরক্ষা মজবুত এবং দেশকে সুরক্ষিত রাখার জন্য এক জরুরি বৈঠক করা হয়। যাকে বলা হয় অপারেশন এলার্ট।

এই অপারেশন এলার্ট একুশে জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে সাতাশে জানুয়ারি পর্যন্ত বলে বিএসএফ সূত্রে খবর। এদিনেই জরুরি বৈঠক অর্থাৎ অপারেশন এলার্টে উপস্থিত ছিলেন বিএসএফের 15 নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড বিকে মন্ডল, গৌরব সিং, ডেপুটি কমান্ডার ঋতেশ কুমার সমস্ত কোম্পানি কমান্ডার এবং এসকে নায়েক সহ অন্যান্যরা।
