IPL 2025 : রোহিত-সূর্য জুটিতে চেন্নাইকে উড়িয়ে দিল মুম্বই, ব্যর্থ ধোনি

স্পোর্টস ডেস্ক : ম্যাচটা যে হাইভোল্টেজ হতে চলেছে, সেটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। কিন্তু চেন্নাইয়ের ১৭৬ রানের চ্যালেঞ্জকে যেন খেলনার মতোই মুঠোয় পুরে নিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা (৭৬) ও সূর্যকুমার যাদব (৬৮*) এর দুরন্ত ব্যাটিংয়ে ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নিল এমআই। ম্যাচের শুরুতে চেন্নাইয়ের স্কোর ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক, কিন্তু শেষটা একতরফা।

চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট করতে নেমে শুরুটা তেমন জমেনি। এমএস ধোনির ব্যাট থেকে এল মাত্র ৪ রান, আউট হন জসপ্রীত বুমরার বলে। কিন্তু ধোনির হতাশার মাঝেও আশার আলো দেখান শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা। দুবে ৩২ বলে ৫০ ও জাদেজা ৩৫ বলে ৫৩ রানে ঝড় তোলেন। তাঁদের সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায় CSK।

তবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখান রোহিত ও সূর্য। ওপেনিংয়ের পর সূর্যকুমার যখন ক্রিজে আসেন, তখন থেকেই বল CSK বোলারদের হাতছাড়া হয়ে যেতে থাকে। দু’জনের ব্যাটিং ছিল ক্লাস আর কামানের মিশেল—শুধু বাউন্ডারি নয়, শট সিলেকশনেও ছিল শিল্পের ছাপ। রোহিত মারেন ৮টি চার ও ২টি ছয়, আর সূর্য মারেন ৬টি চার ও ৪টি ছয়। ফলাফল—১৭৭ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ১ উইকেট হারিয়েই ম্যাচ শেষ মুম্বইয়ের।

চেন্নাইয়ের জন্য এটি শুধুই হারের রাত নয়, বরং আত্মবিশ্বাসে ধাক্কার রাত। আর মুম্বইয়ের জন্য—ঘরের মাঠে এক অনবদ্য জয়, রোহিত-সূর্য জুটির চাবিকে ব্যবহার করেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *