তিস্তায় শিশুকে ছুঁড়ে ফেলার ঘটনায় মানবতার পাশে ‘গ্রীন জলপাইগুড়ি’

জলপাইগুড়ি, ১ জুলাই: অভাবের তাড়নায় শিশুকে তিস্তায় ছুড়ে ফেলার ভয়াবহ ঘটনায় সারা জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও, মঙ্গলবার মানবতার নজির গড়ল ‘গ্রীন জলপাইগুড়ি’ স্বেচ্ছাসেবী সংস্থা। শুধু সহানুভূতি নয়— হাতে-কলমে এক মাসের দুধ ও খাদ্য সামগ্রী তুলে দিল দোমহনীর মরিচবাড়ি এলাকার বাওয়ালী পরিবারকে, যেখানে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল।

এই উদ্যোগে অর্থসাহায্যে এগিয়ে এলেন মালদার প্রখ্যাত সমাজসেবী ও প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাস। গ্রীন জলপাইগুড়ির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এই মানুষটি নিজের দায়বদ্ধতা থেকে শিশুটির জন্য এক মাসের দুধ এবং পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেন।

গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস বলেন, “আমরা খবর পাওয়ার পরেই উৎপল দাদার সঙ্গে আলোচনা করি। তাঁর সহযোগিতায় আজ একমাসের খাদ্যসামগ্রী ও শিশুর জন্য দুধ পৌঁছে দিলাম। আগামী দিনেও আমরা পাশে থাকব।”

অসহায় পরিবারটি গ্রীন জলপাইগুড়ি সংস্থার এমন সহানুভূতিশীল পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গ্রামবাসীরাও জানান, শুধুমাত্র ত্রাণ নয়, এমন সহানুভূতি ও সহমর্মিতা দীর্ঘস্থায়ী সাহস জোগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *