ব্যারাকপুর/হালিশহর, ১০ জুলাই: ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে শেখ শাহাজানের মতো মানুষদের ‘পার্সেল করে উপযুক্ত জায়গায়’ পাঠানো হবে—এই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার ব্যারাকপুরের মণিরামপুরে জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে এসে ওই মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে ‘দুষ্কৃতী ও দলে-ঢুকে-সুরক্ষা-পাওয়া’ রাজনীতির জায়গা থাকবে না।
একইসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র থেকে জায়েন্ট ড্রোন ব্যবহারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললে ৭০ কেজি পর্যন্ত মাছ পরিবহন করা যাবে এই ড্রোনে। গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে মাছচাষে কীভাবে গতি আনা যায়, তার সম্ভাবনা নিয়েও আলোচনা হয় এদিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের অধিকর্তা বসন্ত কুমার দাস-সহ একাধিক আধিকারিক।
অন্যদিকে, দিনভর রাজনৈতিক উত্তাপ ছড়ানো দিলীপ ঘোষ ইস্যু নিয়েও প্রতিক্রিয়া দেন সুকান্ত মজুমদার। হালিশহরের নিগমানন্দ আশ্রমে গুরুপূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, “বিজেপি ব্যক্তি নয়, নীতিনির্ভর দল। দলের কেউ সভাপতি হলে তাঁর অধীনেই কাজ করি আমরা। দিলীপদা দলের প্রাক্তন কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। তাঁর বিষয়ে যা বলার দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন।”
কৌশলী এই প্রতিক্রিয়ায় স্পষ্ট, সুকান্ত মজুমদার কোনও রকম বিতর্কে জড়িয়ে না পড়ে দলের অবস্থান স্পষ্ট রাখতে চাইছেন।
একদিকে প্রশাসনিক উন্নয়নের বার্তা, অন্যদিকে দলের কাঠামো নিয়ে স্পষ্ট অবস্থান—এই দুয়ের মিশেলেই সুকান্তের এদিনের মন্তব্য আগামীদিনের রাজনৈতিক সমীকরণে ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক মহল।