ভাইরাল ভিডিও কাণ্ডে চাঁদাবাজির পাল্টা অভিযোগ! মুখ খুললেন তৃণমূল নেতা পঞ্চানন রায় (ভিডিও সহ)

জলপাইগুড়ি, ১২ জুলাই : গজলডোবার জঙ্গলের ধারে রাতের অন্ধকারে গাড়িতে তৃণমূল ও বিজেপি নেতানেত্রীর ‘পার্টি’-র ভিডিও ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিওর কেন্দ্রবিন্দুতে থাকা তৃণমূল নেতা পঞ্চানন রায় এবার মুখ খুললেন এবং পাল্টা বিস্ফোরক অভিযোগ করলেন চাঁদাবাজির।

এক সাংবাদিক সম্মেলনে পঞ্চাননবাবু বলেন, “এক বিশেষ কাজে বেরিয়েছিলাম। মাঝপথে একটি পরিচিত গাড়ি দেখে দাঁড়াই। সেই সময় কয়েকজন যুবক ঘিরে ধরে আমাদের। পরে তারা আমার পরিচয় জানতে পারে। এরপরই শুরু হয় চাপে ফেলার খেলা।”

তাঁর অভিযোগ, ওই যুবকেরা তাঁর কাছে ১০ লক্ষ টাকা দাবি করে এবং হুমকি দেয়—টাকা না দিলে ভিডিও ভাইরাল করা হবে। পঞ্চানন জানান, তিনি টাকা দেননি বলেই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁকে ও তার সঙ্গীকে অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয় বলে দাবি করেন তিনি।

তিনি জানান, ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে আলোচনা হয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও এফআইআর করা হবে।

ভিডিওতে শুনুন পঞ্চানন রায়ের বক্তব্য

অন্যদিকে, ভাইরাল ভিডিও নিয়ে উত্তাল জলপাইগুড়ি। বিজেপি মহিলা মোর্চার নেত্রী দীপা বণিককে ইতিমধ্যে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বও চুপ থাকেনি—পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়কে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান, তিনদিনের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে হবে।

এই ঘটনায় জলপাইগুড়ি জেলা রাজনীতিতে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— দুই দলের ‘রাতের আঁতাত’ কি শুধুই কাকতালীয়? নাকি এর পিছনে রয়েছে গভীর কোনও ‘সেটিং’ রাজনীতি?

বিরোধীরা সরব— এটি রাজ্য রাজনীতির নৈতিক পতনের জ্বলন্ত প্রমাণ। এই ভিডিও কাণ্ড জলপাইগুড়ি জেলায় শুধু বিতর্ক নয়, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতারও এক কঠিন প্রশ্ন তুলে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *