জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে দিন দিন বাড়ছে মাদকের কারবার—এমনই অভিযোগ তুলে পথে নামলেন জেলা মহিলা কংগ্রেস কমিটির সদস্যারা। শুক্রবার কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হলেন তাঁরা।

আন্দোলনকারীদের অভিযোগ, শহরের বিভিন্ন প্রান্তে ২৪ ঘণ্টা চলছে মাদক কারবার। ফলে যুবসমাজ ও ছাত্ররা নেশার কবলে পড়ছে। দ্রুত এই সমস্যা রুখতে কড়া পদক্ষেপের দাবি তোলেন তাঁরা। জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী রুমা মুন্সী জানান, প্রয়োজনে তাঁরাও পুলিশের সঙ্গে হাত মিলিয়ে মাদকের কারবার বন্ধ করতে প্রস্তুত।