নেপালের অশান্তি পেরিয়ে অবশেষে বাড়ি ফিরলেন জলপাইগুড়ির গবেষক ময়ূখ ভট্টাচার্য

Jalpaiguri researcher Mayukh Bhattacharya finally returns home after enduring the unrest in Nepal

জলপাইগুড়ি :- অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিল ভট্টাচার্য পরিবার। জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গিয়ে নেপালের অশান্ত পরিস্থিতিতে কার্যত আটকে পড়েছিলেন জলপাইগুড়ির গবেষক ময়ূখ ভট্টাচার্য। গত ৮ তারিখ থেকে শুরু হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতিতে সেনা-নজরদারির মধ্যে হোটেলবন্দী হয়ে দিন কাটছিল তাঁর। চারদিক থেকে একের পর এক গুলির শব্দ, সঙ্গে খাদ্য সংকট—সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল।

শেষ পর্যন্ত স্বদেশে ফেরার টিকিটের আকাশছোঁয়া দামে বিমানের পরিবর্তে স্থলপথ বেছে নিতে বাধ্য হন তিনি। বহু চড়াই-উতরাই পার করে বিহার সীমান্ত দিয়ে প্রবেশ করেন পশ্চিমবঙ্গে। শনিবার অবশেষে জলপাইগুড়ির গোমস্তাপাড়ার বাড়িতে পৌঁছে যান ময়ূখ।

পরিবারের সদস্যরা জানান, তাঁকে সুস্থ ও নিরাপদে ফিরে পেয়ে তাঁরা স্বস্তি পেয়েছেন। তবে কয়েকদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা মুছে ফেলতে সময় লাগবে বলেই মনে করছেন ময়ূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *