এলাকায় চায়ের দোকানে মদ বিক্রি হচ্ছে অভিযোগে থানার দ্বারস্থ এলাকার মহিলা ও বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ মে ২০২২ : এলাকার দুটি চায়ের দোকানে মদ বিক্রি হচ্ছে এই অভিযোগে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর বুথের পঞ্চায়েত সমিতির সদস্য সহ এলাকার মহিলা ও বাসিন্দারা। শনিবার এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত সমিতির সদস্য যশোদা রায়। অভিযোগ নন্দনপুর এলাকার কচুয়া বাজারের দুটি চায়ের দোকানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছে। পাশাপাশি এখান থেকে হোম ডেলিভারিও যাচ্ছে বলে অভিযোগ। এর কারণে এলাকায় প্রায়ই অশান্তি হচ্ছে। বাসিন্দারা মদ বিক্রি বন্ধের প্রতিবাদ করলেও বিক্রেতারা তা শুনছেন না বলে দাবি বাসিন্দাদের। এ নিয়ে গতকাল এলাকায় একটি ঝামেলাও হয় বলে জানান যশোদা রায়। আমরা চাই অবিলম্বে এই মদ বিক্রি বন্ধ করা হোক। পাশেই বাঁধ এলাকায় বসে জুয়ার আসর বলেও অভিযোগ। তাই আমরা সকলে মিলে থানায় আজ একটি মার্স পিটিশন দিলাম বলে জানান যশোদা দেবী।

এলাকার বাসিন্দা ঝুম্পা রায় বলেন, পরিবেশ নষ্ট হচ্ছে এলাকায়। তাই আমরা চাই বিষয়টি পুলিশ দেখুক ও মদের কারবার বন্ধ করুক।

এবিষয়ে কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, “গতকালই ওই এলাকায় পুলিশ গিয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *