রথ যাত্রার আগে জলপাইগুড়ির গৌড়ীয় মঠে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ জুন ২০২২ : ১লা জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রার আগে মঙ্গলবার জলপাইগুড়ির গৌড়ীয় মঠে অনুষ্ঠিত হল স্নান যাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করা হয়। এটি ভক্তদের কাছে একটা বড় মহোৎসব। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয়। মন্দিরের বাইরে তৈরি করা হয় বিশেষভাবে সজ্জিত স্নান মঞ্চ। জলের মধ্যে অনেক রকম ভেষজ ঔষধি চন্দন আরো নানারকম সুগন্ধি দেওয়া থাকে। একে বলা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই তিথিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথিও বলা হয়ে থাকে। বিগ্রহদের সুন্দর পট্টবস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয় স্নানের পর। পুজো অর্চনার মধ‍্য দিয়ে ভোগ্ দেওয়া হয়। রথ যাত্রার পূর্বে খুবই মহত্বপূর্ণ হলো এই স্নান যাত্রা উৎসব।

গৌড়ীয় মঠের মহারাজ অনন্তরাম দাস ব্রহ্মচারী বলেন, এই উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ি অমাবস্যা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। বিগ্রহের নিত্য পূজা চালু থাকলেও জনসাধারণের জন্য মন্দির দর্শন বন্ধ থাকে। মন্দির আবার রথ যাত্রা সময় জনসাধারণের জন্য খোলা থাকবে বলে তিনি জানান। এদিনের এই স্নান যাত্রা ঘিরে জলপাইগুড়ির গৌড়ীয় মঠে ভক্তদের উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *