জলপাইগুড়ি জেলার সামগ্রিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে গভর্নিং বডির গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ জুন ২০২২ : জলপাইগুড়ি জেলার সামগ্রিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে গভর্নিং বডির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে। মঙ্গলবার জেলাশাসক মৌমিতা গোদারার উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সহ জেলা স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকরা।

বৈঠক শেষে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন, হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন হাসপাতাল, হেলথ সেন্টারগুলোর পরিকাঠামো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়েও আলোচনা হয় বৈঠকে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন মেটেলি, মালবাজার, নাগরাকাটা প্রভৃতি জায়গায় স্বাস্থ্য পরিকাঠামো বর্তমানে কি অবস্থায় রয়েছে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন হাসপাতালের ছাদ থেকে জল পড়ছে। সেই বিষয়ে কি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। আগামীতে করোনা বিষয় নিয়েও সাবধানতা অবলম্বন করতে হবে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে বলে জানিয়েছেন সভাধিপতি।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হয় এদিন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু বর্তমানে আয়ত্তের মধ্যে রয়েছে। পাশাপাশি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের যে পাঁচজন পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা সকলেই সুস্থ আছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *