নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ জুন ২০২২ : ঝড় বৃষ্টিতে বিপজ্জনকভাবে ভেঙে পড়ল শতবর্ষ পুরোনো একটি আমগাছ। রাস্তার মধ্যে গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় রাস্তায় যানবাহন চলাচল। বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনায় স্তব্ধ হয়ে পড়ে জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকা। ঘটনার সময় আশেপাশে কেউ না থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন এলাকার মানুষ। দীর্ঘদিন ধরেই এই গাছটি বিপজ্জনকভাবে থাকা সত্ত্বেও গাছটি কাটা হয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষজনের। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে গাছের গোড়ায় মাটি নরম হয়ে যাওয়ায় আচমকাই ভেঙে পড়ে গাছটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। আসেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল, স্থানীয় কাউন্সিলর পৌষালী দাস। যুদ্ধকালীন পরিস্থিতিতে গাছটি কাটার কাজ করছেন পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা।
