সাংবাদিক নিগ্রহ ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গের পুলিশের আইজি’কে ডিজিটাল মিডিয়া এসোসিয়েশনের প্রতিবাদ পত্র

সংবাদদাতা, শিলিগুড়ি, ২৪ জুন ২০২২ : গত এক মাসে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ঘটে চলা সাংবাদিক /সংবাদ মাধ্যমের উপর আক্রমনের প্রতিবাদে ডিজিটাল মিডিয়া এসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার উত্তরবঙ্গের পুলিশের দায়িত্বপ্রাপ্ত আইজি কে প্রতিবাদ পত্র দেওয়া হয়।

উত্তরবঙ্গের আই জি দেবেন্দ্র প্রসাদ সিং এর সাথে এদিন শুক্রবার ডিজিটাল মিডিয়া এসোসিয়েশনের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদাধিকারীগন, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার প্রতিনিধিরা দেখা করে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশি পদক্ষেপের দাবি জানান।

এদিন ডিজিটাল মিডিয়া এসোসিয়েশনের পক্ষে প্রবীণ সাংবাদিক অরুন কুমার, অর্জুন বর্মন, চিন্ময় রায়, বিকাশ টিমসিনা, ববিতা রায়, দেবাশীষ রায় সহ আরো অনেকেই প্রতিনিধিদল উত্তরবঙ্গের পুলিশের দায়িত্ব প্রাপ্ত আইজি দেবেন্দ্র প্রসাদ সিংয়ের সাথে দেখা করেন।

আইজি সাহেব ধৈর্য সহকারে প্রতিনিধিদের কথা শোনেন। তারপর তিনি জানান বিষয়টি সঙ্গে নিয়ে যথারীতি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের সাথে তার কথা হয়ে গেছে। মাথাভাঙ্গার ঘটনায় যথারীতি ব্যবস্থা নেওয়া হয়েছে, রায়গঞ্জের যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে পুলিশ তার বিভাগীয় তদন্ত আরম্ভ করেছে সংশ্লিষ্ট অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে, সঙ্গে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেটাও এখন আদালতের বিচারাধীন। সুতরাং পুলিশ তার দায়িত্ব যথারীতি পালন করছে এবং আগামী দিনে যাতে ডিজিটাল সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকদের কোনরকম অসুবিধা না হয় সে বিষয়ে পুলিশ সবরকম সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।

উত্তরবঙ্গের আইজির সাথে দেখা করার পর প্রতিনিধি দলের পক্ষে প্রবীণ সাংবাদিক অরুণকুমার সভাপতি ডিএমএ জলপাইগুড়ি এবং চিন্ময় রায় যুগ্ম সম্পাদক ডিএমএ শিলিগুড়ি দার্জিলিং বিবৃতি দেন সংবাদমাধ্যমকে। তারা জানান উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সাংবাদিকরা যেভাবে নিগৃহীত হচ্ছেন তাতে ডিজিটাল মিডিয়া এসোসিয়েশন চিন্তিত। অ্যাসোসিয়েশন সব সময় সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং তাদের মনোবল যাতে ক্ষুন্ন না হয়, সে দিকে সব সময় নজর রাখবে এবং তাদের পাশে থাকবে বলে অরুণ কুমার এবং চিন্ময় রায় উভয়েই সংবাদমাধ্যমকে বলেন।

এদিন প্রতিনিধিদলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলার সব মিলিয়ে প্রায় ২২ জন প্রতিনিধি উত্তরবঙ্গের আইজি’র সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *