সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৯ জুলাই ২০২২ : আজ বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। সেই উপলক্ষে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে অবস্থিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষমোহন রায়। এরপর প্রাথমিক বিদ্যালয়ের সংসদের কর্মীরা একে একে বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরবর্তীতে এক মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় জানান, প্রতিবছর তারা শ্রদ্ধার সাথে বিদ্যাসাগরের জন্মদিন এবং প্রয়াণ দিবস পালন করেন। আজও তার অন্যথা হয়নি। মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ এর মধ্যে দিয়ে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
