দ্রুত রাস্তা সংস্কার না হলে এসজেডিএ ঘেরাও করার হুঁশিয়ারি কংগ্রেসের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ আগস্ট : প্রায় দেড় দু বছর থেকে বেহাল দশা জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন গৌড়ীয় মঠের গুরুত্বপূর্ণ রাস্তাটির। প্রতিবাদে শুক্রবার রাস্তা অবরোধে সামিল হল স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ড কমিটির কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকরা। রাস্তা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় শহরে৷ ঘটনাস্থলে পৌঁছয় ট্র‍্যাফিক পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশ। প্রায় আধা ঘণ্টা প্রতীকী অবরোধ করে সাত দিনের মধ্যে রাস্তা সংস্কার না হলে এসজেডিএ ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন আন্দোলনকারীরা হুমকি দিলেন। স্পোর্টস কমপ্লেক্স থেকে গৌড়ীয় মঠের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এরপরেও রাস্তা সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করছে না এসজেডি (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)। বেহাল রাস্তা প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা হচ্ছে। বৃষ্টি হলে দুর্ঘটনা আরও বাড়ছে বলে অভিযোগ। টোটো উল্টে যায়। এই রাস্তার পাশে রয়েছে স্কুল অন্যদিকে হাসপাতালে যাতায়াত করেন সকলে। এ দিন পুরাতন পুলিশ লাইনের গৌড়ীয় মঠের সামনে শান্তি পাড়া যাওয়ার রাস্তা অবরোধ করেন ২৪ নম্বর ওয়ার্ড কমিটি তথা কংগ্রেস। আন্দোলনে কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে সামিল হয় সকলে। ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সী বলেন,”ঠিকাদারের সঙ্গে গোপন আঁতাত রয়েছে। এই কারণে রাস্তা সংস্কার হচ্ছে না। দ্রুত রাস্তা সংস্কার না হলে এসজেডিএ ঘেরাও করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *