অনুব্রত মণ্ডল নিয়ে প্রশ্ন করতে মেজাজ হারালেন তৃণমূল সাংসদ সৌগত রায়

ডিজিটাল ডেস্ক : বাগুইহাটিতে চিত্তরঞ্জন হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলের উদ্বোধনে আসেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সেখানে সাংবাদিকরা তার কাছে অনুব্রত মণ্ডলকে এখনো জেলা সভাপতি রেখে দেওয়ার বিষয়ে জানতে চাইলে সৌগত রায় জানান, আপনাদের কথামত তো আমরা কাউকে পোস্টে রাখবো না। আমরা বিচার করব সত্যি কেউ যদি অপরাধ করেছে বা মানুষের ক্ষতি করেছে তাহলে ব্যবস্থা নেব। সেটা সংবাদ মাধ্যমের দ্বারা চালিত হয়ে আমরা করব না।

ভোটের আগে ইডি সিবিআইয়ের অভিযান নিয়ে তিনি বলেন, সবাই জানে নরেন্দ্র মোদির দুই ভাই ইডি আর সিবিআই।

অনুব্রত মন্ডলের আয় বহির্ভূত সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন করলে মেজাজ হারান দমদমের সৌগত রায়। তিনি বলেন, সিবিআই কোন প্রমাণ দিয়েছে। অনাবশ্যক ওড়ানো খবর নিয়ে প্রশ্ন করবেন না। সিবিআই যখন কোর্টে পেশ করবে তখন বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *