পাঁচ ঘণ্টা ধর্ণায় বসেও নিজের ছেলের বাড়িতে ঠাঁই হল না ষাট বছরের অসুস্থ মায়ের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ আগস্ট : পাঁচ ঘণ্টা ধর্ণায় বসেও ছেলের বাড়িতে ঠাঁই হল না মায়ের। ষাট বছরের অসুস্থ মা’কে বাড়িতে না রেখে হোটেলে রাখার পরামর্শ দিলেন পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দুবাইয়ে কর্মরত ছেলে রাহুল কুমার আগরওয়াল (জৈন)। শনিবার রাতে এমনই অমানবিক ঘটনা প্রকাশ্যে এল জলপাইগুড়ি শহরের বেগুনটারি সংলগ্ন শিববাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দা, কাউন্সিলর ও পুলিশের হস্তক্ষেপেও মাকে বাড়িতে ঢুকতে না দিয়ে উল্টে মা’কে হেনস্তা করার অভিযোগ উঠল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছেলের বিরুদ্ধে। শেষে রাত বারোটায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন মা সুনিতা দেবী আগরওয়াল। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করল। পরিবার সুত্রে জানা গেছে, রাহুল সহ মোট তিন ভাই তারা। তিন ভাইয়ের মধ্যে বড় ছেলে বাইরে থাকেন। গতমাসে অসুস্থ হয়ে ছোট ছেলের শ্বশুর বাড়িতে থাকতেন সুনিতা দেবী।

সুনিতা দেবী বলেন,”ছোট ছেলের স্ত্রী গর্ভবতী। এই কারণে শনিবার আমার আরেক ছেলে রাহুলের বাড়িতে এসেছিলাম থাকার জন্য। আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। হোটেলে থাকতে বলে। এটা কি আমার ছেলে ভাবতে পাচ্ছি না। থানায় অভিযোগ করলাম।”

অভিযুক্ত ছেলে রাহুল আগরওয়াল বলেন, “আমি এই বাড়ি থেকে চলে যাব সকালে। এই কারণে মাকে রাখতে পারবো না। অন্য বাড়িতে রেখে দিচ্ছি মাকে। এরপর তিনি আর উত্তর না দিয়ে চলে যান।

স্থানীয় কাউন্সিলর উত্তম বোস বলেন,”পুলিশ এসেছিল। বাড়িতে মাকে ছেলে ঢুকতে দিচ্ছেন না৷ আমরা চাই প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *