প্রস্তুত হলদিবাড়ি। আগামীকাল হলদিবাড়ি থেকে ফের চালু হতে যাচ্ছে দার্জিলিং মেল।

বিকাশ সরকার, হলদিবাড়ি, ১৪ আগস্ট : শুধুমাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা। পুনরায় চালু হতে চলছে হলদিবাড়ি এবং কলকাতার মধ্যে যাতায়াতকারী ঐতিহাসিক দার্জিলিং মেল পরিষেবা। উল্লেখ ইতিপূর্বে হলদিবাড়ি থেকে দার্জিলিং মেলের পরিষেবা চালু থাকলেও এবার কিন্তু পুরো ট্রেনের পরিষেবাটাই পাবে হলদিবাড়ি বাসিন্দারা। আর এই দার্জিলিং মেলের পুনরায় পরিষেবাকে কেন্দ্র করে ইতিমধ্যেই খুশির জোয়ার বইছে হলদিবাড়ি বাসিন্দাদের মধ্যে। অনেকেই আবার মনে করছেন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে হলদিবাড়িবাসীর কাছে এটা একটা বিরাট পাওনা। আর এই দার্জিলিং ট্রেন পরিসেবাকে কেন্দ্র করে হলদিবাড়ি রেলওয়ে স্টেশনের পরিকাঠামো এবং পরিষেবার সমস্ত দিক একরকম চূড়ান্ত পর্যায়ে। আর মাত্র কিছু ঘন্টা পরেই হলদিবাড়ির বাসিন্দারা পাচ্ছেন দার্জিলিং মেলের পুরো পরিষেবাটাই। স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থীরা জানালেন তারা এই পরিষেবাকে কেন্দ্র করে ভীষণভাবে আনন্দিত। কারণ দুটো বা তিনটে কোচের পরিবর্তে পাচ্ছেন পুরো ট্রেনের পরিষেবাটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *