জলপাইগুড়ি শহরে রমরমিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার; অভিযানে জলপাইগুড়ি পুরসভা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ আগস্ট : বারবার সচেতন করেও প্লাস্টিকের ব্যবহার বন্ধ হচ্ছে না জলপাইগুড়ি শহরে। বৃহস্পতিবার আবারও প্লাস্টিক অভিযানে নামল জলপাইগুড়ি পুরসভা। এদিন কোতোয়ালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বরূপ মণ্ডল ও পুর আধিকারিকরা। শহরের কদমতলা থেকে শুরু হয় অভিযান। মাইকিং করে শহরবাসীকে সচেতন করা হয় এদিন। এদিকে পুর কর্তৃপক্ষকে দেখে অনেকেই প্লাস্টিক ক্যারিব্যাগ লুকিয়ে ফেলেন। কিছু দোকানে প্লাস্টিক দেখা গেল, অনেক ক্রেতাকে প্লাস্টিকে মিষ্টি নিয়ে যেতে দেখা গেল। কিন্তু শুধু মাত্র সচেতন করে ছেড়ে দেওয়া হল সকলকে। যদিও পুর কর্তৃপক্ষের দাবি, এদিন অভিযান করে ব্যবসায়ীদের সর্তক করা হয়। প্রকাশ্যে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার হচ্ছে। প্লাস্টিক ক্যারিব্যাগ কিভাবে কতটা ক্ষতি করছে পরিবেশের তুলে ধরা হয় পুরসভার তরফে। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বরূপ মণ্ডল বলেন,”আজকে সর্তক করা হল। অনেক ব্যবসায়ী সচেতন হয়েছে। ধীরে ধীরে সকলে সচেতন হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *