অভিষেক দুবাইতে বিনয় মিশ্রের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২ জুন ২০২২ : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাইতে যাচ্ছেন। কিন্তু ইডির তরফে তাকে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এপ্রসঙ্গে শ্যামনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কয়লা ও গরু পাচার কাণ্ডের কিং পিন হলেন বিনয় মিশ্র। ওনি প্রথমে তৃণমূল যুবার সহ-সভাপতি হয়েছিলেন। পরে ওনি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। শুভেন্দুর দাবি, মমতার পুলিশ ওকে নেপালে পাঠিয়েছে। নেপাল থেকে ওনি দুবাইতে গিয়েছেন। সেখানে অভিষেকের সঙ্গে বিনয়ের সাক্ষাৎ হতে পারে। এদিকে কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ আটজনের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধেয় শ্যামনগরে বিজেপির ব্যারাকপুর জেলার কার্যালয়ে দলীয় কার্যকর্তাদের নিয়ে প্রথমে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তারপর তিনি সাংবাদিক বৈঠকে করেন। কল্যাণী এইমসে নিয়োগ প্রসঙ্গে তিনি বললেন, ভারত সরকার কল্যাণী এইমসে কোনও নিয়োগ করেনি। নিয়োগ করেছে একটা এজেন্সি। তবে তৃণমূল যদি প্রকৃত তদন্ত চায়, তাহলে এফ আই আর সিবিআইয়ের কাছে ফরোয়ার্ড করে দিক। শুভেন্দু এদিন সাফ জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করার এক্তিয়ার নেই রাজ্য পুলিশ কিংবা সি আই ডি-র।

Photo Credit- Subhendu Adhikary & Abhishek Banerjee official FB page.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *