সংবাদদাতা, জলপাইগুড়ি, ৫ সেপ্টেম্বর : মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি এক ব্যক্তির বিরুদ্ধে। ওই যুবতী বর্তমানে পাঁচ মাসের গর্ভবতী দাবি পরিবারের। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানা এলাকায় ঘটনা। নির্যাতিতা পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পরেও উল্টে হুমকি দেওয়া হয়। পুলিশ কোন সহযোগিতা করেনি। সোমবার জেলা পুলিশ সুপারের দফতরে অভিযোগ জানালেন নির্যাতিতার পরিবার।
পরিবারের দাবি, গত ৩০ আগস্ট ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ, ঘটনার সুত্রপাত কয়েকমাস আগে। জমিতে কাজ হচ্ছিল সেই সময় প্রায় দিনই খাবার দিতে যেত মানসিক ভারসাম্যহীম যুবতী। সেই সময় গ্রামের এক ব্যক্তি চা বাগানে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল অভিযুক্ত ব্যক্তি বলে পরিবারের দাবি। এরই মধ্যে কয়েকদিন আগে যুবতী বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরেই প্রকাশ্যে আসে ওই যুবতী গর্ভবতী বলে অভিযোগ।
এ বিষয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, “৫-৬ দিন আগে এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু ওই মহিলা বেশ কিছু মাস আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।